জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেভাবে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখব না।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি—জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করব না। যেভাবে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখব না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা এখানে এসেছিলাম আমাদের আবেগের ঠিকানা, আমাদের কলিজার টুকরা, আপনাদের কলিজার টুকরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে মোলাকাত করার জন্য। আমরা কৃতজ্ঞ, আপনারা ভালোবাসা দিয়ে, এই শহীদ পরিবারটি ভালোবাসা দিয়ে আমাদের এখানে গ্রহণ করেছে। আল্লাহ তায়ালা এই পরিবারের এবং তাদের উছিলায় এই এলাকার সব মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন।
আবু সাঈদসহ শহীদদের স্মরণ করে জামায়াতের আমির বলেন, আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদের ঋণী করে গেছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গেছেন, যে আমানতের বোঝা রেখে গেছেন—তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য লড়ে যাব ইনশাআল্লাহ।
শফিকুর রহমান বলেন, তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল—একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, দুঃশাসনমুক্ত, আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। এজন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল—‘উই ওয়ান্ট জাস্টিজ’ আমরা চাই ন্যায়বিচার। আমরা সেই ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুন।
তিনি বলেন, আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আপনারা দেখেছেন, ৫ আগস্টের পর থেকে ২৪ সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই। আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারও ওপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেইনি। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত হতে দেব না।