সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত ভালো নয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে। এটি ভালো নয়। ফিলিস্তিনে যখন মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই আঁতাত দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়াশিংটন পোস্টে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সত্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইবে বিএনপি।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। এর আগে ফখরুল একই ইউনিয়নের কয়েকটি এলাকা ও দুপুরে আউলিয়াপুর ইউনিয়নে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

একই ইউনিয়নের ডি হাট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বলেন, আগে নৌকা আর ধানের শীষ লড়াই করতাম। তখনকার লড়াই ছিল অন্য রকম। এবার লড়াইটা হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে। দেখতেই পাই না কারা আসছে, আমাদের সামনে।

এর আগে শনিবার দুপুরে আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে, তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে দাবি-দাওয়া জানান। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft