সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
‘সীমানার ওপারে’ চলে গেলেন জয়শ্রী কবির
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম
একসময়ের মিস ক্যালকাটা এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) প্রবাসেই তার জীবনাবসান ঘটে, তবে ঢাকায় তার মৃত্যুর খবরটি পৌঁছাতে সময় লেগেছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর সাামজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, জয়শ্রী কবির দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছিলেন এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। বেলায়াত হোসেন মামুন জানান, লন্ডনের স্থানীয় চলচ্চিত্রকর্মীদের মাধ্যমেই তারা এই দুঃসংবাদটি জানতে পারেন। পরে ফেডারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে জয়শ্রী কবিরের অবদান ছিল অনস্বীকার্য। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে।

১৯৫২ সালে কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায়ের গ্ল্যামার জগতে প্রবেশ ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ খেতাব জয়ের মাধ্যমে। এরপর তিনি কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মাধ্যমে অভিনয়ে আসেন। তবে বাংলাদেশের দর্শকের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বুলবুল আহমেদের সঙ্গে জাদুকরী জুটির কারণে। ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের সুবাদে ঢাকায় আসা, এরপর প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে পরিণয় এবং স্থায়ী হওয়া।

ঢাকাই সিনেমায় বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির জুটি উপহার দিয়েছে ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ও ‘রূপালী সৈকতে’র মতো কালজয়ী সব চলচ্চিত্র।

মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও ‘অসাধারণ’ ছবিতে দেখা গেছে তাকে। নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ফের কলকাতায় ফিরে গিয়েছিলেন। পরে একমাত্র ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে পাড়ি জমান লন্ডনে। সেখানেই ছেলের সংসারে কাটছিল তার নিভৃত জীবন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, সাগরে অবমুক্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক : মিফতাহ্ সিদ্দিকী
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী হলেন যারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft