সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
‘রঙবাজার’ নিয়ে ফিরছেন পরাণ প্রযোজক
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম
করোনা পরবর্তী ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শক হলমুখী করার কারিগর লাইভ টেকনোলজির অন্যতম পরিচালক প্রযোজক তামজিদ অতুল। তুমুল ব্যবসা করে ছবিটি। বোদ্ধামহলে প্রশংসা ‍কুঁড়ায়।  পাশাপাশি সিনেমা বিপণণে অসামান্য দৃষ্টান্ত রেখে আলোচনায় ছিলেন অতুল। সে সিনেমার পর ছিলেন অনেক দিন কেটে গেছে। মাঝে হাওয়া, প্রিয়তমা, সুরঙ্গ সিনেমা আশা দেখালেও পারিপার্শিকতার ভিন্নতার কারণে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে স্থবিরতা চলছে। এ অবস্থায় বিপণনে ম্যাজিক্যালম্যান প্রযোজক তামজিদ অতুল ফিরছেন নিষ্ঠুর বাস্তবতার গল্পে নির্মিত ‘রঙবাজার’ সিনেমা নিয়ে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। 

জানা গেছে, অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছেন সিনেমা ‘রঙবাজার’। ট্রেইলারের ভিডিওতে এক নারী কণ্ঠে শোনা গেছে- হাজার বছরের পুরনো গল্প, প্রতি রাতে এই রঙবাজারে আসর জমায় সমাজপতিরা, এই বাজারেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতির, সমাজনীতির ও সভ্যতার। দুনিয়াটাই একটা রঙবাজার। আর সবাই সেই বাজারের দালাল।

রাশিদ পলাশের নির্মাণে প্রকাশ পাওয়া এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে।

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে ‘রঙবাজার’ বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা।

‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।

তামজিদ অতুল প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। এগুলোর সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, সাগরে অবমুক্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক : মিফতাহ্ সিদ্দিকী
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী হলেন যারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft