সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন ভেসে বেড়িয়েছে বছরদুয়েক। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দু’জনে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার অদূরে আমিন বাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিনোদন অঙ্গনের কয়েকজন। 

বিয়ে উপলক্ষে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সুখবর দিয়েছেন রাফসান সাবাব। জেফারকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই বিশেষ দিনে আমাদের নতুন পথচলার শুরুতে সবার আশীর্বাদ চাইছি। আমরা আজ আমাদের জীবনকে একসূত্রে বাঁধছি ও এক সুন্দর নতুন অধ্যায়ে একসঙ্গে পা রাখছি।’

জানা গেছে, বুধবার সকালে জেফার ও রাফসানের গায়ে হলুদ হয়েছে। শুভ কাজ সেরে নেওয়ায় নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।

দুই বছর ধরে বিনোদন অঙ্গনে জেফার ও রাফসানের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। গত বছরের মাঝামাঝি থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তোলা তাদের কিছু ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়লে কানাঘুষা বাড়তে থাকে। তবে বরাবরই নিজেদের বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন তারা। শেষমেষ গুঞ্জনই সত্যি হলো! 

রাফসান সাবাব এর আগে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন। ২০২৩ সালের শেষের দিকে তাদের তিন বছরের সংসার ভেঙে যায়।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, সাগরে অবমুক্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক : মিফতাহ্ সিদ্দিকী
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী হলেন যারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft