প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম।
রবিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী নামক এলাকার থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত অবমুক্ত করেন।
এসময় রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন বলেন, স্থানীয় এক পরিবেশ বাদীর মাধ্যমে রাতে জানতে পারেন যে, পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালীতে জেলের জালে আটকা পড়েছে একটি বিশাল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। সঙ্গে সঙ্গে তিনি এসে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন। তিনি ধারণা করছেন মা কচ্ছপটি ডিম দিতে নদীতে ডুকে পড়ে এবং নদীতে পেতে রাখা জালে আটকা পড়ে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কূলে থাকার কারনে কচ্ছপটি দুর্বল হয়ে পড়ে। ফলে তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে এবং কচ্ছপটি সাগরে সাতার কেটে ডুব দিয়েছে।
স্থানীয় পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পেকুয়ার মুখপাত্র এফ এম সুমন বলেন, আমি খবর পেয়ে দ্রুত বনবিভাগকে খবরটি জানাই তারা এসে স্বল্প সময়ে মা কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন। তবে তিনি বিপন্ন প্রজাতির এসব সামুদ্রিক ও বণ্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিক ভুমিকা পালনের আহবান জানান।
এদিকে কচ্ছপটি দেখতে আসা স্থানীয়রা বলছেন, প্রায় ৫০ কেজি ওজনের এইরকম কচ্ছপ নদীতে তারা কখনো দেখেননি। এটা বিশাল আকৃতির একটা মা কচ্ছপ।
উদ্ধারের সময় বিট কর্মকর্তা মোহাম্মদ সজীবসহ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস