প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম

নেত্রকোণা জেলার খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের বানীচাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮) নামের একজনের মৃত্যু হয়েছ।
মৃত গেদু মিয়া উপজেলার বানীচাপুর গ্রামের মৃত তৈয়ব আলী ফকিরের ছেলে।
গেদু মিয়ার ভাই সানোয়ার ফকির বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রানীচাপুর গ্রামের পাশে কৃষি জমিতে গেদু মিয়ার ছেলে রাইকুল ফকির কাজ করছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামে নওয়ার আলী ফকিরের দুই মেয়ে পান্না আক্তার , মুক্তি আক্তার, স্বপন মির্জা, স্বপন মির্জার ছেলেসহ আরও অনেকেই রাইকুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গেদু মিয়া ছেলেকে নিয়ে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেক হাসপাতালে রেফার্ড করেন।
ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথে চাকুয়া ইউনিয়নের বাগানী নামক স্থানে বেলা আনুমানিক আড়াইটায় প্রতিপক্ষ আবার ১৮/ ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে গেদু মিয়ার ওপর রড় ও লাঠি দিয়ে আক্রমণ করলে গেদু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয়রা উদ্ধার করে গেদু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১২ জানুয়ারি সোমবার দিবাগত রাত আড়াইটায় মারা যান। গেদু মিয়ার ছেলে রাইকুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান সানোয়ার ফকির।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নাসির উদ্দীন জানান, গত বৃহস্পতিবার মারামারি মারামারির ঘটনায় একটা মামলা হয়েছে। গেদু মিয়া মারা যাওয়ার বিষয়টি শুনেছি। মামলা করার সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজকালের খবর/বিএস