সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
ফিরোজপুরে গণভোটে উদ্বুদ্ধ করতে সুধী সমাবেশে উপদেষ্টা ফরিদা
শাহিন ফকির, পিরোজপুর
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম
‘পরিবর্তনের জন্য হ্যাঁ’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনগণকে আসন্ন গণভোটে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, "দেশের টেকসই পরিবর্তনের জন্য জনগণের অংশগ্রহণ অপরিহার্য। গণভোটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মতামত গুরুত্ব পাবে।

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার। এছাড়াও শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও জুলাই যোদ্ধারা সমাবেশে অংশ নেন।

সমাবেশটি পিরোজপুরের সর্বস্তরের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ স্লোগানকে সমর্থন জানান। বক্তারা বলেন, সাধারণ জনগণকে ভোটের অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন করতে এই সুধী সমাবেশ এক মাইলফলক হয়ে থাকবে।

উপস্থিত সুধীজনরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন,পরিবর্তনের এই আহ্বান পিরোজপুরের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সমাবেশ শেষে উপদেষ্টা ফরিদা আখতার স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, সাগরে অবমুক্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক : মিফতাহ্ সিদ্দিকী
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী হলেন যারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft