
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আগামী ২২ জানুয়ারি দীর্ঘ প্রায় দুই দশক পর পূণ্যভূমিতে আসছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। এই দিন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটবাসী দিনটি নিয়ে অধীর আগ্রহে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে।
সিলেটের শাহজালাল মাজার ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এই দিন সিলেট নগরীতে তিল ধারনের ঠাঁই থাকবে না। পুরো নগরী লোকে লোকারণ্য হয়ে যাবে। তাই আগামী ২২ জানুয়ারি ইতিহাসের স্বাক্ষী হতে সিলেটবাসীর প্রতি আহবান জানাই।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটবাসীর জন্য এটি একটি সুখবর। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকে প্রচারণা শুরু করতেন। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে শুরু করবেন। সিলেটের মানুষ ২১ তারিখ রাত থেকেই আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে শুরু করবেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, মনিরুল ইসলাম, মাহবুব চৌধুরী, আখতার রশিদ চৌধুরী, কামাল হাসান জুয়েল, ইউনুস মিয়া, জয়নুল আবেদিন, শফিকুর রহমান টুটুল, বখতিয়ার আহমদ ইমরান, রফিকুল বারি রুমান, আব্দুস সহিদ, রেজাউল করিম নাচন, অঞ্জন ঘোষ, ইসলাম উদ্দিন, মিফতাউল কবির মিফতা, আমিনুল হক বেলাল, রাজু দে, মঈন উদ্দিন খান সুহেদ, সেলিম মাহমুদ, আব্দুর রব, সোহেল বাসিত, আজিজ হোসেন আজিজ, ফাহিমা কুমকুম, আব্দুল মুমিন, ওয়াহিদুল ইসলাম বাবুল, সাকের আহমদ, আব্দুল আজিজ, শফিকুল হাসান, আলী আহসাদ খান দিপু, হাসান জুলফিকার তামিম, সেলিম আহমদ চৌধুরী, তাছির আলী, এনাম আহমদ, সোহেল আহমদ, আবু সাঈদ মোহাম্মদ তায়েফ, মারুফ আহমদ টিপু, সায়েদ হোসেন সুজন, বিমল দেব নাথ, দেওয়ান রেজুওয়ান, আসাদুল হক আসাদ, নাজিম উদ্দিন পান্না, সোলেমান হোসেন সুমন, রুমেল আহমদ, লায়েক আহমদ, আরিফুল ইসলাম, তোফায়েল আহমদ, টিটন মল্লিক, বদরুল আহমদ, এবি মজুমদার রনি, আনহার মিয়া, কামরুল ইসলাম, বসর আহমদ, এম আর মামুন, আতিকুর রহমান, খালেদ আহমদ, আজিজুল হাকিম, রুহুল আমিন মাসুক, আজিজুল হক সুজা, আতিক মিয়া, সেলিম আহমদ, ইমরান খান, আবুল হোসেন, কাউসার হোসেন রকি, জামীনুল ইসলাম জামী, এড সাফওয়ান, হোসেন খান ইমাদ, সোহেল আহমদ, শাহরিয়ার আলম শিতাব, ইমরান আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, এড স্বপন, আকিরুল ইসলাম জিসান, নাজমুল হাসান নিপু, ওয়াহিদ আহমদ, সুলতার আহমদ, ফখরুল ইসলাম অনিক, বুলবুল আহমদ, মাসুদ রানা, সাঈদ আহমদ, ইউনুস আহমদ, খালেদ আহমদ, হাসান জুলফিকার তামিম, ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, শিপন আহমদ, সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।
আজকালের খবর/বিএস