প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:০১ পিএম

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলরত হাওর এক্সপ্রেস ট্রেনে বুধবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতি চলাকালে ট্রেন যাত্রীরাও পাল্টা হামলা চালিয়ে ময়মনসিংহ কেওয়াটখালী এলাকার আলমগীর হোসেনের পুত্র আজমাইল হোসেন নিঝুম (৩০) ও বলাশপুর কেওয়াটখালী এলাকার মোঃ রুমান মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান তানভীর (১৮) নামে দুইজনকে ধরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোর্পদ করে। জানা গেছে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিনের মতো হাওর এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।
পরে ময়মনসিংহ রেলওয়ে জংশনে যাত্রা বিরতি দিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ার পর ছদ্দবেশে থাকা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্যরা ট্রেনের ‘ঞ’ বগিতে উঠে পড়ে। চলন্ত ট্রেনে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করা শুরু করে।
প্রত্যক্ষদর্শী ওই বগিতে থাকা ট্রেন যাত্রী মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে রতন মিয়া, খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের হক্কু মিয়ার ছেলে সারোয়ার মিয়া ও বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের ঝন্টু বিশ্বশর্মার ছেলে অনয় বিশ্বশর্মা অভিযোগ করে বলেন, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে আমাদের কাছ (‘ঞ’ বগি) থেকে স্বর্ণালংকার, মোবাইল, মানিব্যাগ, নগদ টাকা ইত্যাদি মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতি চলাকালে আমরা কয়েকজন মিলে হঠাৎ করে একযোগে ডাকাতদের উপর পাল্টা হামলা চালিয়ে দুইজনকে ধরতে সক্ষম হই। ডাকাত দলের অন্য সদস্যরা গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালের সন্নিকট এলাকায় লাফিয়ে পালিয়ে যায়।
পরে তাদেরকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোর্পদ করি। এ বিষয়ে বৃহস্পতিবার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, ডাকাত দলের দুই সদস্য নিঝুম ও তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে স্টিলের বড় দুটি চাকু ও দুইটি মোবাইল জব্দ করা হয়।
আজকালের খবর / এমকে