প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে একই পরিবারের স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার সহধর্মিণী তাহমিনা জামানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার রাতে নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, তাহমিনা জামান স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।
এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। তাহমিনা জামান এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। এর আগে তাহমিনা জামান ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। এবারের নিবার্চনে এ আসনে তিনজন নারী প্রার্থী লড়াই করছেন।
অন্য দুজন হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জলি তালুকদার ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মুখলেছুর রহমান। নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরের বার আওয়ামী লীগের আবদুল মমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের সাংসদ নির্বাচিত হন।
এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। স্ত্রী তাহমিনা জামান এর মনোনয়নপত্র জমাদানের বিষয়ে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, এই ব্যাপারে আমি এখন কিছুই বলতে পারবো না। জানা গেছে, নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭শ ৩১ জন।
এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২শ ২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭শ ১৯ জন এবং ১২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
আজকালের খবর/ এমকে