মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

লাইনের এই কাটা অংশ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। একপর্যায়ে ট্রেনের বগিগুলো লাইন থেকে ছিটকে গিয়ে বিকট শব্দ করে থেমে যায়।

যাত্রীদের মতে, ট্রেনটির গতি খুব বেশি না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে যে, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় এই রুটের সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে, যা সকাল ৯টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। 

বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং বগিগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এর ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের ২০ মিটার অংশ সুপরিকল্পিতভাবে কেটে ফেলার বিষয়টি খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে একে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের সংস্কার কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে রেললাইনটি পুনরায় চলাচলের উপযোগী করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই: এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
শাকসু নির্বাচন: জিএস পদে ছাত্রদলের ‘বিদ্রোহী’ আজীবন বহিষ্কার
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু
‘ধর্ম অবমাননা’ ও ‘আওয়ামী দোসর’ ট্যাগে ২ শিক্ষককে অব্যাহতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft