বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০–এর জমকালো উদ্বোধন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ পিএম
বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল এবং ১২০ জনেরও বেশি প্রতিযোগী। আমেরিকা ও ইউরোপের জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে বসুন্ধরা স্পোর্টস সিটি দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দেশের অন্যতম বড় প্যাডেল ইভেন্ট, যা ঘিরে খেলোয়াড়, দর্শক ও স্পোর্টস কমিউনিটির মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা গেছে।

এ বছরের টুর্নামেন্টটি তিনটি দক্ষতা–ভিত্তিক ক্যাটাগরিতে আয়োজন করা হয়েছে—পুরুষদের অ্যাডভান্সড, পুরুষদের ইন্টারমিডিয়েট এবং নারীদের ডাবলস। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং দলপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার টাকা। আয়োজকদের মতে, নারীদের জন্য স্বতন্ত্র ক্যাটাগরি রাখা প্যাডেলে নারীদের সম্পৃক্ততা ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হচ্ছে মোট ২ লাখ ২৫ হাজার টাকার প্রাইজপুল। তিনটি ক্যাটাগরির প্রতিটি চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা করে পুরস্কার, আর রানার-আপ দলগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। প্রতিযোগিতার আর্থিক প্রণোদনা ও পেশাদার কাঠামো এবারের আসরকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের ইভেন্টে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, গোল্ডস জিম ও জুলকানসহ পরিচিত কয়েকটি ব্র্যান্ড। আয়োজকদের দাবি, শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ প্যাডেল খেলাকে দেশে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক মানের আয়োজনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

উদ্বোধনী দিনের ম্যাচগুলোতে অনুজ্জ্বলতা ছিল না; বরং খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে প্যাডেল গ্রাউন্ড ছিল প্রাণচঞ্চল। আয়োজকদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে আরও উচ্চমানের ও উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার পাওয়া যাবে। শনিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের প্যাডেল স্ল্যাম ২.০।

এবারের টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। এর ফলে মাঠের বাইরেও দর্শকরা অনলাইনে প্রতিযোগিতার সব ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন, যা প্যাডেলকে বৃহত্তর পরিসরে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের মতে, ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন বাংলাদেশে প্যাডেল খেলাকে শক্ত ভিত্তি দেবে এবং নতুন প্রজন্মের মাঝে এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ নয়াদিল্লির
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই : ডা. জাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft