বরগুনায় শিক্ষার্থীদের মেধা বিকাশের অভিপ্রায় নিয়ে বরগুনা ম্যাথ ক্লাব (BMC) নামে সংগঠন গঠিত হয়েছে। রবিবার সন্ধায় বরগুনা শহরের কাঠপট্টির অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মো. আহসান হাবিবকে সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি লেখক, সাংবাদিক রেজাউল ইসলাম টিটুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্ন সদস হলেন, সিনিয়র সহ সভাপতি গৌড়িচন্না নবাব সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ফারুক, বরগুনা সরকারি মহিলা কলেজের গনিত শিক্ষক সহকারি অধ্যাপক মিসেস হাফসা সুলতানা , সাংগঠনিক সম্পাদক ফটো সাংবাদিক আরিফুর রহমান, প্রচার সম্পাদক দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী, দপ্তর সম্পাদক বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জিএম নজরুল ইসলাম ও বরগুনা জিলা স্কুলের গনিত শিক্ষক মো. আরিফুল ইসলাম।
গঠিত কমিটি জানুয়ারী মাসে বরগুনা জেলার এক হাজার শিক্ষার্থীদের নিয়ে গনিত উৎসবের আয়োজন করবে।এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মেধা বিকাশে গনিত বিষয়ে মেধা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে।
আজকালের খবর/ এমকে