বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ
কামরুল হাসান, কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আ:সাত্তার মিয়া বলেছেন,বছরে একটা সভা ছাড়া দূর্ণীতি প্রতিরোধে কোন কাজ করা হয় না।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ এখন কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাকে বানানো হয়েছে কোটালীপাড়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি। 

অবৈতনিক হিসেবে এখানে কাজ করছি। বছরে একটি মিটিং ছাড়া সারাবছরে কেউ খোঁজ করেন না আমাদের মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সগুফতা হক। 

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,প্রভাষক গাজী আবিদ,উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন,মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া,মোদাচ্ছের ঠাকুর,সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন,আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে।দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়।দুর্নীতি হল সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা।এ জন্য সকল শ্রেনী-পেশার লোকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।এর আগে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীতের মাধমে জাতীয় পতাকা উত্তোলন করে দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই : ডা. জাহিদ
ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চাই না: মঈন খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft