মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: ইয়াসের খান চৌধুরী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণার পর ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইলে একাধিক প্রার্থী থাকায় কিছুটা দলীয় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপির সকল প্রার্থীর সমর্থকরা একত্রিত হয়ে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় নান্দাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সকলেই এক ও অবিচ্ছিন্ন অংশ। আজ থেকে নান্দাইলে আর কোন গ্রুপিং রাজনীতি রইলনা। 

তিনি আরও বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের মানুষের ভোটাধিকার, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় জেল জুলুম ও অক্লান্ত পরিশ্রম করেছেন তবুও আপোষ করেননি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ, আল্লাহ যেন উনার রোগ মুক্তি ও সুস্থতা দান করে দীর্ঘজীবী করেন।

এসময় নান্দাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী নান্দাইলে আসনের অন্য মনোনয়ন প্রত্যাশী (অব.)  ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, (অব.) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, নাসের খান চৌধুরী ও মামুন বিন আব্দুল মান্নানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিভিন্ন গ্রুপের এক হাজার নেতাকর্মী ধানের শীষের পক্ষে কাজ করতে ইয়াসের খান চৌধুরীর সঙ্গে যোগদান করেন৷ 

নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব সহ অনেকেই। 

দোয়া মাহফিলে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর সভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।

আজকালের খবর/বিএস  








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই: এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
শাকসু নির্বাচন: জিএস পদে ছাত্রদলের ‘বিদ্রোহী’ আজীবন বহিষ্কার
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু
‘ধর্ম অবমাননা’ ও ‘আওয়ামী দোসর’ ট্যাগে ২ শিক্ষককে অব্যাহতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft