প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি যথারীতি চললেও ভোজনে নেই কোন কর্মবিরতি। আছে স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মঙ্গলবার (২ ডিসেম্বর) এমন দৃশ্যই অনেকের নজর কেড়েছে।
জানা গেছে, উপজেলার একমাত্র মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সহকারি শিক্ষকরা। মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মসূচি পালন করেন।
তখন এসময় বার্ষিক ভোজের মোরগ পোলাও, ডিম এবং সফ্ট ড্রিংকস সহকারে খাদ্যের প্যাকেট শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে জানাতে চাইলে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ১৫ দিন আগে হোটেলে ওই বার্ষিক ভোজের অর্ডার দেয়া হয়েছিল। তাই সে মোতাবেক হোটেল কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ করায় ওই বার্ষিক ভোজন পালন করা হয়।
ওই ভোজের সাথে কর্মবিরতি কর্মসূচির কোন সম্পর্ক নেই। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বার্ষিক ভোজের আয়োজন করে থাকেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
আজকালের খবর/ এমকে