মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
খালিয়াজুরিতে কৃষকদের মাঝে বীজসহ সার বিতরণ
সোহান বিন নবাব, খালিয়াজুরী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:০০ পিএম
নেত্রকোনা জেলার খালিয়াজুরিতে গত ২ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত বীজবপনের লক্ষে ৪২৫০ জন কৃষকদের মাঝে কৃষি ও সবজি বীজ সহ সার বিতরণ করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়,  খালিয়াজুরী একটি হাওয়ার বেষ্টিত অঞ্চল ২৯৭. ৬৪ বর্গ কিলোমিটার আয়তনের এলাকায়  মোট জমির পরিমাণ ২৪ হাজার ৭৪৬ হেক্টর। ৬ টি ইউনিয়নে ১৮ টি ব্লকে প্রায় ২৫২২২ টি পরিবারের মধ্যে কৃষি জমি চাষাবাদ করা হয়।

এর মধ্যে ২৫০ জনকে সবজি বীজ, ৪০০ জনকে ১ কেজি সরিষা সহ ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার, ৯০০ জনকে ৫ কেজি উপশি ধান বীজসহ ১০ এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ২৭০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ দেওয়া হয়েছে। 

মেন্দীপুর ইউনিয়নের রিপন মিয়া, বিপ্লব সরকার, মোফাজ্জল মিয়া, চাকুয়া ইউনিয়নের ওয়াসিম মিয়া, কান্চন মিয়া, খালিয়াজুরী ইউনিয়নের পাণ্ডব সরকার, আবুল হোসেন, নগরের রাসেল মিয়া, কৃষ্ঞপুরের, ইসহাক মিয়া, সাবান আলী, ও গাজিপুর ইউনিয়নের মজনু মিয়া ও রোকসানা আক্তার সহ সবাই বলেন আমরা সময় মত সবজি,সরিষা, ধানবীজ সহ সার পেয়েছি। ইনশাল্লাহ এ বছরে ভাল সবজি ও ধান বীজ তৈরী করে জমিতে রোপন করিতে পারিব। 

খালিয়াজুরী বাজারের বীজ ব্যবসায়ী ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহান বিন নবান বলেন, এ বছর খালিয়াজুরীতে তুলনামূলক ভাবে সময়মত কৃষকেরা  বীজসহ সার পেয়েছে, আশাকরি ধানের চারা রোপনের সময় কোন সংকট হবেনা। 

খালিয়াজুরী উপজেলা বিএনপি সভাপতি ও গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন এবং জামাতের আমীর ঈসমাইল হোসেন বলেন এ বছর খালিয়াজুরীতে সঠিকভাবে সময়মত বীজসহ সার বিতরণ করা হয়েছে, আশা করি কৃষকেরা ভালভাবে সময়মত কৃষি জমি রোপন করিতে পারিবে। তবে আগাম বন্যা থেকে ফসলকে রক্ষা করার লক্ষে বেড়ীবাঁধ গুলো পুনঃ মেরামত করা প্রয়োজন। 

উপজেলা কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন আমরা সময়মত কৃষকদের হাতে সবজি, সরিষা, ধানবীজ সহ সার বিতরণ করতে পেরেছি। আশা করি ভালো বীজের চারা  ফলন হবে এবং কৃষকেরা সময় মতো ধানের চারা রোপন করিতে পারিবে। বর্তমান সরকারের সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণ সারের মুজুদ আছে। আশাকরি এ বছর সার সংকট হবে না ইনশাল্লাহ। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাদির হোসেন শামীম বলেন, যেহেতু সময় মত সবজি, সরিষা,  ধানবীজসহ স্যার বিতরণ করা হয়েছে, আশা করি সময় মত ধানের চারা রোপন করা হবে এবং ভাল ফসল হবে ইনশাল্লাহ।আগাম বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ভেরীবাধ গুলো পুনমেরামতের কাজ চলছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই: এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
শাকসু নির্বাচন: জিএস পদে ছাত্রদলের ‘বিদ্রোহী’ আজীবন বহিষ্কার
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু
‘ধর্ম অবমাননা’ ও ‘আওয়ামী দোসর’ ট্যাগে ২ শিক্ষককে অব্যাহতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন মহিব আল হাসান
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft