বুধবার ১৯ নভেম্বর ২০২৫
পারভেজ আবীরের “বিজয় নেবে ধানের শীষ” গানে মাটি রহমানের কণ্ঠ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
লাল সবুজের পতাকার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের সাথে ধানের শীষের রয়েছে নিবিড় সম্পর্ক। ফসলের মাঠের সোনালী ধানের শীষ এদেশের মানুষের অস্তিত্বেরও অংশ। রূপসী বাংলার অবারিত প্রকৃতির সাথে ধানের শীষ, জাতীয়তাবাদ, বিজয় ও মুক্তিযুদ্ধ  যেন একই সূত্রে গাঁথা। আর পারভেজ আবীর চৌধুরীর কথায় তা পূর্ণতা পেলো সুরে সুরে। “বিজয় নেবে ধানের শীষ” শিরোনামের গানে সেটিই মূর্ত হয়ে উঠেছে বাণী ও সুরে। পারভেজ আবীর চৌধুরীর কথায় ও আহমেদ হুমায়ুনের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মাটি রহমান। আর কোরাস অংশে কন্ঠ মিলিয়েছেন প্রায় ৩০জন শিল্পী।

টিম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী গানটির ব্যাপক প্রচার করা হবে বলে জানিয়েছেন গানটির মূল পরিকল্পক ও গীতিকার পারভেজ আবীর চৌধুরীর৷ সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওর  কলরব' এ এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, গানটি ছড়িয়ে দিতে আরো বড়পরিসরে চিন্তা করা হচ্ছে। এ জন্য বদিউল আলম খোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর এবং মারুফ আকিব। এ সময় তারা গানের পরিবেশনা, উপস্থাপনা ও সুরের আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।

পারভেজ আবীর চৌধুরী বলেন, পুরো গানজুড়ে আমি এদেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা, প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেছি।

গানের কথার পরতে পরতে গানে উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের একত্রিশ দফায় আলোচিত ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রত্যয়।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদে আমার সংশ্লিষ্টতা নেই: ফয়েজ তৈয়্যব
তফসিলের পর একযোগে সব ডিসি-এসপির রদবদল চায় জামায়াত
ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
টেকনাফে নোনাজলের থাবা, পানি সংকটে উপকূলবাসী
‘শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে’
তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা
স্মৃতির পাতায় বাংলাদেশ-ভারতের লড়াই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft