প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মপরিকল্পনা অনুযায়ী তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও কর্মশালা আজ দপ্তরের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব-এর নেতৃত্বে ৩০ জন শিক্ষার্থীর এক প্রতিনিধিদল আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মতবিনিময় সভা ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় তারা ফিল্ম হসপিটাল, ফিল্ম চেকিংরুম, ফিল্ম মিউজিয়াম, প্রজেকশন হল ও লাইব্রেরি ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল।
এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার, পরিচালক ফারহানা রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব, উপ- প্রকল্প পরিচালক মো. রুবেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাশেষে জুলাই অভ্যুত্থানের ওপর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্মিত ‘দ্য মুনসুন রেভ্যুলেশন’ ডকুমেন্টরি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
আজকালের খবর/আতে