প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

ঢাকাই সিনেমার মুভিলর্ডখ্যাত দানবীর মনোয়ার হোসেন ডিপজল। অন্যের বিপদে ঝঁপিয়ে পড়াই যার অভ্যাস। সেই ডিপজল এখন লড়ছেন অসুস্থতার সঙ্গে। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম মনোয়ার । অপরদিকে তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন আম্মাজান’খ্যাত অভিনেত্রী শবনম।
বাবার জন্য দোয়া চেয়ে ফাহিম বলেন, দীর্ঘদিন ধরেই আব্বু বাম চোখের সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে চিকিৎসার জন্য তিনি ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া গিয়েছিলেন। চিকিৎসা করলেও এখনো পুরোপুরি সেরে উঠেনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। হঠাৎ শরীর খারাপ করায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। অনেক বয়স হয়েছে তাই আব্বুর শরীর এই ভালো, এই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।
অপরদিকে শবনম উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিপজল সংকটে থাকা সিনেমার ভরসার নাম। আমি শুনেছি উনি অনেক শিল্পী দুঃখে পাশে থাকেন। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করবেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এই অভিনেতা। চোখের সমস্যা এবং শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে এই অভিনেতা দেশের বাইরে অবস্থান করছেন।
আজকালের খবর/আতে