প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম				
				
			 
					
লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
মনোনয়নের খবর পৌঁছাতেই হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিএনপির তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সংবাদটি পাওয়ার পর বিএনপিসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক দক্ষতা অভিজ্ঞতা এবং হাতীবান্ধা এবং পাটগ্রামের সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতার পরিপেক্ষিতে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান চুড়ান্ত পর্যায়ে মনোনীত হয়েছেন। সংবাদটি ছড়িয়ে পরলে তৎক্ষণাৎ হাতীবান্ধা ও পাটগ্রাম দুই উপজেলার মানুষের মাঝে উৎসবের আমেজ বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতা কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষেরা শুভেচ্ছা জানাচ্ছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে।
হাতীবান্ধা উপজেলার বিএনপির নেতারা জানান, হাতীবান্ধা ও পাটগ্রামের বিএনপির যোগ্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি চুড়ান্ত পর্যায়ে মনোনীত হওয়ায় রাজনীতিতে নতুন প্রাণ ফিরে এসেছে। তার নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্তের বিএনপি আরও শক্তিশালী হবে এবং তার বিজয় শুনিশ্চিত হবে।
আজকালের খবর/বিএস