প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:২২ পিএম

রংপুরের পীরগাছায় জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানী মনিরাম গ্রামে জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে সমিতি গঠিত হলেও এরই মধ্যে প্রয়োজনের তাগিদে এলজিইডির সহযোগিতায় জাপশীরি খাল খননও করেছে।
১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু হয়েছিল। লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচব্যবস্থা নিশ্চিত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা। এতে স্থানীয় জনগণ সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় এবং তাদের মধ্যে সহানুভূতি, আন্তরিকতা ও অংশগ্রহণের মনোভাব বৃদ্ধি পায়; বর্তমানে যেটিকে আমরা সায়েন্স এবং কমিউনিটি-বেইসড মডেল হিসেবে ব্যাখ্যা করি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়ে) এর আওতায় জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা সমবায় অফিসার শারমিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলজিইডির শফিকুল ইসলাম, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পীরগাছা প্রেস ক্লাব সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল ইসলাম। জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস