বুধবার ৫ নভেম্বর ২০২৫
নওগাঁ-০৩ আসনে মনোনয়ন পেলেন বিএনপির দুঃসময়ের নেতা বাবুল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ৪৮নওগাঁ-০৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে সংসদ নির্বাচনের বড় অংশের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুলকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নওগাঁর-০৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ফজলে হুদা বাবুল ছাড়াও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ২ জন। একজন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং আরেকজন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।

তবে জননেতা ফজলে হুদা বাবুলের নাম ঘোষণার পর থেকে এ আসনের সকল জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

মনোনয়ন প্রাপ্তির পর মঙ্গলবার(৪ নভেম্বর) সকাল ৯টায় জননেতা ফজলে হুদা বাবুল তার বাবার কবর জিয়ারত এবং ১০ টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা-কর্মীসহ জনগণের জন্য দোয়া এবং ২ রাকাত নফল নামাজ আদায় করেন। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আমাদের দল একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। ফজলে হুদা বাবুল সারাজীবন শহীদ জিয়ার আদর্শে দেশের এবং জনগণের জন্য কাজ করে এসেছেন। তার মতো যোগ্য এবং জনদরদী নেতাকে দল মনোনয়ন দেওয়ায়, আমাদের দলের প্রতি সকলের আস্থা আরও দ্বিগুন হয়ে গেল। 

বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী নওগাঁ-০৩ আসনের জননেতা: ফজলে হুদা বাবুল বলেন, এই নমিশন আমাকে দেয়নি, দিয়েছে মহাদেবপুর ও বদলগাছী বাসিকে। সকলেই সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে বিরোধ, আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে আদানি
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
বিএনপি মনোনয়ন বঞ্চিত আসলাম সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft