মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম
আজ সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন হিরনের সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজার হাজার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানায়। এসময় বিএনপি নেতা হিরণের সহধর্মিনী সায়েদা মাশরুর হাজারো সমর্থকদের মাঝে উপস্থিত থেকে স্বামীর মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, আমার স্বামীর মতো নির্যাতিত নেতা নাই।

আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। আমার স্বামীর বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। এখনো আমার এক ভাই জেলে আছে। এরকম অবস্থার মধ্যে কেন আমার স্বামীকে মনোনয়ন দেওয়া হলো না তা আমি ভেবে পাই না।

কান্নাজড়িত কণ্ঠে এ ধরনের কথা বলে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। তার কান্নার সঙ্গে অনেক সমর্থকদের কান্না করতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হবে।

জানা যায়, আহমেদ তায়েবুর রহমান হিরণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
এ আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ঢাকায় পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম
প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান
আজ জেলহত্যা দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft