মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
জাবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার ভবন থেকে পড়ে রাকিব নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।

রবিবার (২ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

বিক্ষোভ থেকে তিন দফা দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ, দ্রুততম সময়ে রাকিবের মৃত্যুর তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে, রাকিবের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান ও তার পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের চলমান সব নির্মাণ প্রকল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট সরবরাহ করতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ চলছে বলেই একের পর এক শ্রমিক মৃত্যুর মুখে পড়ছে। মাস্টারপ্ল্যান হলে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেফটি-সিকিউরিটি এনসিউর করার মধ্য দিয়ে ভবন নির্মাণ কাজ চলমান থাকতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজে শ্রমিকদের হেলমেট, সেফটি নিশ্চিত করেনি, তাদের গাফিলতির কারণে আজকে রাকিব মারা গেলো। এই দায় একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও। অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি প্রদান করা এবং শ্রমিক রাকিবের পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করার দাবি জানাচ্ছি।

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, রাকিবের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, মাস্টারপ্ল্যান বিহীন ও অব্যবস্থাপনায় ভরা এসব নির্মাণ প্রকল্প একের পর এক শ্রমিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেতৃবৃন্দ আরও জানান, তিন মাস আগে লেকচার থিয়েটার ভবনের নির্মাণকাজে অংশ নেওয়া আরিফ নামের আরেক শ্রমিক একইভাবে পড়ে মারা গিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তার পরিবারের উপযুক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করেনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন দশ তালা বিশিষ্ট চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ঢাকায় পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম
প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান
আজ জেলহত্যা দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft