রবিবার ২৬ অক্টোবর ২০২৫
ইবির বায়োটেকনোলজি বিভাগের রজতজয়ন্তী উদযাপন
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনভর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর বিভাগের তথ্যচিত্র প্রদর্শন ও অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠানে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, ‌‘এই অ্যালামনাই পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করবে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গাতে সম্মানের সাথে অবদান রেখে যাচ্ছে। আশা করি বর্তমান শিক্ষার্থীরা সেই ঐতিহ্যকে ধারণ করবে এবং ভবিষ্যতে এই বিভাগকে অনেকদূর নিয়ে যাবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশাগত জীবনে এই বিভাগ থেকে প্রতিষ্ঠিত হওয়ার অবারিত সুযোগ রয়েছে। 

অ্যালামনাইদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এলামনাই হলো বিশ্ববিদ্যালয়ের হার্ট, কারণ তারাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরে। একটি বিভাগ পরিচিত হয় তার প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে। এলামনাইরা আর্থিকভাবে বিভাগের শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। তাই এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিভাগের ২৫ বছর পূর্তিতে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং আশা করছি আপনারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম
নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে : তথ্য উপদেষ্টা
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
৩১ দফা বাস্তবায়নেই গণতন্ত্র ফিরবে: পোড়াবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন হান্নু
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft