মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে গাংনী শহরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।এর আগে সন্ধ্যায় দলের মহাসচিব মনোনয়নের তালিকা ঘোষণা করলে আমজাদ হোসেন পক্ষের নেতাকর্মীরা উল্লাস করেন।

 তবে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ শুরু হয়। দু’পক্ষের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা।এক পর্যায়ে জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা সড়কের উপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন।

ধানের শীষ প্রতীকের বিজয়ী করতে মনোনয়ন পরিবর্তন করে জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
 
উল্লেখ্য, সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
 
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লালমনিরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
জনসম্পৃক্ততার মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসির নতুন প্রশাসকের
নিবন্ধন পেল এনসিপিসহ তিন দল
গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকায় পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম
বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও গণমিছিলের ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft