প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষায় চট করে দেখানো যায় না। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করেন তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা পাল্টে গেছে।
রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই)-এ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নতুন বই ছাপা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে গুদামে জমা শুরু হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যেই সব বই পেয়ে যাব এবং নির্বাচনের আগেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এখন সারাদেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং শুরু হবে। পরবর্তী প্রোগ্রামে দেশের সব উপজেলায় স্কুল ফিডিং চালু করা হবে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও সদর উপজেলার হবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উপ পরিচালক মো. নুরুল ইসলাম
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, পিটিআই সুপারিন্টেন্ডেন্ট দীপঙ্কর মোহন্ত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলামসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষায়’ উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
আজকালের খবর/বিএস