বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে ভারতীয় CARE Hospitals, Hyderabad আয়োজনে বিশেষ চিকিৎসা সেমিনার- “Insightful Sharing on Advanced Onco and Neuroscience Treatments” অনুষ্ঠিত হয় গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের সেমিনার হলে।
আন্তর্জাতিকভাবে স্বনামধন্য দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এই অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা অগ্রগতির দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা হলেন, ডা. আরুন রেড্ডি এম (Dr. Arun Reddy M) – MBBS, DNB (Neurosurgery), FCVS (Japan), Fellow Endoscopic Spine, সিনিয়র কনসালট্যান্ট নিউরোসার্জন ও এন্ডোস্কোপিক স্পাইন সার্জন, CARE Hospitals, Hyderabad এবং ডা. বিক্রন্থ মুম্মানেনি (Dr. Vikranth Mummaneni) – MBBS, MS, DNB, সিনিয়র কনসালট্যান্ট, সার্জিক্যাল অনকোলজি, CARE Hospitals, Hyderabad।
এই আয়োজনে অংশ নিয়ে উপস্থিত অতিথিরা ভারতের শীর্ষস্থানীয় চিকিৎসকদের কাছ থেকে অ্যাডভান্সড অনকোলজি (ক্যান্সার চিকিৎসা) ও নিউরোসায়েন্স (মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসা) বিষয়ে আধুনিক পদ্ধতি, চিকিৎসা উদ্ভাবন ও রোগীর সেবার মান উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করেছে CARE Hospitals International Team, সহযোগিতায় KIMS Health ও Evercare।
উল্লেখ্য, CARE Hospital Hyderabad দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, এশিয়ার বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসা সহযোগিতা ও মেডিকেল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা খাতে আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি করে চলেছে।
আয়োজক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে উন্নত চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।
আজকালের খবর/ এমকে