বুধবার ৫ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে “Advanced Onco and Neuroscience Treatments” বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০১ পিএম
বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে ভারতীয় CARE Hospitals, Hyderabad আয়োজনে  বিশেষ চিকিৎসা সেমিনার- “Insightful Sharing on Advanced Onco and Neuroscience Treatments” অনুষ্ঠিত হয় গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের সেমিনার হলে। 

আন্তর্জাতিকভাবে স্বনামধন্য দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এই অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা অগ্রগতির দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা হলেন, ডা. আরুন রেড্ডি এম (Dr. Arun Reddy M) – MBBS, DNB (Neurosurgery), FCVS (Japan), Fellow Endoscopic Spine, সিনিয়র কনসালট্যান্ট নিউরোসার্জন ও এন্ডোস্কোপিক স্পাইন সার্জন, CARE Hospitals, Hyderabad এবং ডা. বিক্রন্থ মুম্মানেনি (Dr. Vikranth Mummaneni) – MBBS, MS, DNB, সিনিয়র কনসালট্যান্ট, সার্জিক্যাল অনকোলজি, CARE Hospitals, Hyderabad।

এই আয়োজনে অংশ নিয়ে উপস্থিত অতিথিরা ভারতের শীর্ষস্থানীয় চিকিৎসকদের কাছ থেকে অ্যাডভান্সড অনকোলজি (ক্যান্সার চিকিৎসা) ও নিউরোসায়েন্স (মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসা) বিষয়ে আধুনিক পদ্ধতি, চিকিৎসা উদ্ভাবন ও রোগীর সেবার মান উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেছে CARE Hospitals International Team, সহযোগিতায় KIMS Health ও Evercare।

উল্লেখ্য, CARE Hospital Hyderabad দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, এশিয়ার বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসা সহযোগিতা ও মেডিকেল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা খাতে আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি করে চলেছে।

আয়োজক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে উন্নত চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে বিরোধ, আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে আদানি
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
বিএনপি মনোনয়ন বঞ্চিত আসলাম সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft