প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম				
				
			 
					
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের লাইনে স্পর্শে রুমে থাকা মহিলা মাদরাসার ৭জন শিক্ষার্থী ও একজন আয়া অসুস্থ হয়েছেন। অসুস্থ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলা শহরের ভাদুঘর এলাকায় অবস্থিত দারুল নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। 
আহত শিক্ষার্থীরা হলেন- নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (০৫) এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।
স্থানীয় ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মাদরাসার চারতলা থেকে বাহিরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের উপর। সেখানের দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড়টিকে জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিল। লম্বা পাইপটি কাপরে লাগার সাথে সাথেই সেখানে থাকা বিদ্যুতের তারে শক লেগে মহিলার গায়ে লাগে। তখন বিদ্যুতের তারে থাকা আগুনের স্ফুলিঙ্গ বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের সদর হাসপাতালের নিয়ে আসে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
আজকালের খবর/ওআর