শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫
গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৪০ এএম
গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সময় গাজা নগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয়।

স্থানীয়দের মতে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুঁড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।

গত ২৮ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা শুরু হয় । এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন।

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা নগরী, খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বোমাবর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। হামাস দাবি করেছে, তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলই লঙ্ঘন করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত ও ২৫৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন নারী রয়েছেন। ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট ২১১ জন নিহত ও ৫৯৭ জন আহত হয়েছেন।

এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে। সূত্র : শাফাক নিউজ


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: ছাত্রদলের সাবেক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
‘নতুন কুঁড়ি’ রবীন্দ্রসংগীতে ১ম স্থান অর্জনকারী প্রিয়ন্তীকে জহির উদ্দিন স্বপনের অভিনন্দন
‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে পুলিশ সদস্যের বাড়িতে চুরি, রেহাই পায়নি মুক্তিযোদ্ধা ব‍্যবসায়ীর বাড়িও
‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ধানুশ-রজনীকান্তের বাড়িতে বোমা হামলার হুমকি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
নির্বাচন ঘিরে ইসির নতুন বিধিমালা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft