শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫
জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে: রিজভী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৩৬ পিএম
জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে, এটা দুঃখজনক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের চাইতে মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা বা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলোও তো আসছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একটা পরিস্থিতি গেছে সেটা হলো ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধীদলের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার আমল। একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কথা বলতে পারেনি। ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিলো সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি ১৪ দলীয় জোটের আমল।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা ও কেন্দ্রীয় বিএনপি, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারাসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অন্যরা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: ছাত্রদলের সাবেক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
‘নতুন কুঁড়ি’ রবীন্দ্রসংগীতে ১ম স্থান অর্জনকারী প্রিয়ন্তীকে জহির উদ্দিন স্বপনের অভিনন্দন
‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে পুলিশ সদস্যের বাড়িতে চুরি, রেহাই পায়নি মুক্তিযোদ্ধা ব‍্যবসায়ীর বাড়িও
‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ধানুশ-রজনীকান্তের বাড়িতে বোমা হামলার হুমকি
নির্বাচন ঘিরে ইসির নতুন বিধিমালা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft