প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৩৬ পিএম				
				
			 
					
জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে, এটা দুঃখজনক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের চাইতে মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা বা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলোও তো আসছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একটা পরিস্থিতি গেছে সেটা হলো ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধীদলের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার আমল। একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কথা বলতে পারেনি। ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিলো সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি ১৪ দলীয় জোটের আমল।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা ও কেন্দ্রীয় বিএনপি, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারাসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অন্যরা।
আজকালের খবর/ওআর