বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
বদলগাছীতে পুলিশ সদস্যের বাড়িতে চুরি, রেহাই পায়নি মুক্তিযোদ্ধা ব‍্যবসায়ীর বাড়িও
সিয়াম, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ পিএম
নওগাঁর বদলগাছীতে যেন চুরির ঘটনা ঘটেই চলেছে । গলার কাঁটার মতো আটকে আছে এ অপরাধের অভিশাপ।শুধু বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নয় মুক্তিযোদ্ধার বাড়ি এমনকি আইনের রক্ষক পুলিশ সদস্যের বাড়িও রেহাই পায়নি এই চক্রের হাত থেকে। এতে স্থানীয়দের মাঝে অনিশ্চিত এক ভীতির সঞ্চার হয়েছে ।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার আধাইপুর ইউনিয়নের কাষ্টডোব গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পুলিশ সদস্য আবু সাঈদ ও মাছ ব্যবসায়ী এমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে চোরের দল প্রথমে পুলিশ সদস্য আবু সাঈদের বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকতে না পারলেও বাইরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় তারা। এরপর চোরেরা মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতে ঢুকে হাঁড়ি, পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। একই সময় মাছ ব্যবসায়ী এমদাদুল হকের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

আবু সাঈদের মা শামীমা আক্তার বলেন, চোরেরা সম্ভবত প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকেছিল। আমরা তখন ঘুমে ছিলাম, কিছুই টের পাইনি। সকালে উঠে দেখি বেশ কিছু জিনিস নেই।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, রাতে ঘরের দরজা খোলা ছিল। চোরেরা যখন রাইস কুকার নিচ্ছিল, তখন আমি জেগে উঠি এবং চোরকে পেছন থেকে ধরার চেষ্টা করি। কিন্তু সে ধাক্কা মেরে পালিয়ে যায়।

অন্যদিকে এমদাদুল হক বলেন, রাত তিনটার পর ঘুম থেকে উঠে দেখি বড় পাতিল, গামলা, বালতি কিছুই নেই। পরে জানতে পারি পাশের দুই বাড়িতেও একই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, ইদানীং এলাকায় চুরির সংখ্যা বেড়ে গেলেও রাতের পুলিশি টহল কার্যত অনুপস্থিত। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, “একই রাতে তিনটি চুরির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্তে অভিযান চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: প্রেস সচিব
বদলগাছীতে পুলিশ সদস্যের বাড়িতে চুরি, রেহাই পায়নি মুক্তিযোদ্ধা ব‍্যবসায়ীর বাড়িও
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ
বাংলাদেশ-চীন সম্পর্ক কারও বিরুদ্ধে নয়, কারও নির্দেশনায়ও চলে না: চীনা রাষ্ট্রদূত
ধানুশ-রজনীকান্তের বাড়িতে বোমা হামলার হুমকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের
লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে সখীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
গাজায় ৩৬ এতিমের দায়িত্ব নিলেন এক দম্পতি
হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft