শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫
ডিমলায় অবৈধ পাথর উত্তোলন ও মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মোবাইল কোটে জরিমানা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পিএম
নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ ও বিক্রি এবং অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯অক্টোবর) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে পাথর মজুদ, ক্রয়-বিক্রয় ও পাথর ভাঙার মেশিন ব্যবহারের অপরাধে একজন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত ধারায় ১০হাজার টাকা জরিমান করা হয়।

এছাড়াও শুটিবাড়ি বাজার এলাকায় একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল   সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ ও বিক্রয় এবং অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসব কার্যক্রম শুধু পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং সরকারি রাজস্ব ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়ায়। তাই কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এ বিষয়ে কোনো প্রকার আপস করবে না।

তিনি আরও বলেন, আমরা চাই উন্নয়ন হোক আইন ও শৃঙ্খলার মধ্য দিয়ে। তাই জনগণের সহযোগিতায় এলাকায় অবৈধ কর্মকাণ্ড নির্মূল করে একটি সুশাসিত সমাজ গড়ে তোলা আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: ছাত্রদলের সাবেক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
‘নতুন কুঁড়ি’ রবীন্দ্রসংগীতে ১ম স্থান অর্জনকারী প্রিয়ন্তীকে জহির উদ্দিন স্বপনের অভিনন্দন
‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে পুলিশ সদস্যের বাড়িতে চুরি, রেহাই পায়নি মুক্তিযোদ্ধা ব‍্যবসায়ীর বাড়িও
‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ধানুশ-রজনীকান্তের বাড়িতে বোমা হামলার হুমকি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
নির্বাচন ঘিরে ইসির নতুন বিধিমালা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft