মরহুম আব্দুল আজিজ সরদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে সকল সেনাবাহিনীর সদস্যরা এই হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এখন সময় এসেছে তাদের বিচার করার। নাসিরুল হক সাবু একজন ভালো মানুষ; যারা তাকে অসম্মানিত করে অসুস্থ বানিয়েছে, তাদের আপনারা ক্ষমা করবেন না। আশা করি, রাজবাড়ী-২ আসনে ধানের শীষের কান্ডারী তিনিই হবেন।
শনিবার বিকেলে পাংশা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এবং পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মরহুম আব্দুল আজিজ সরদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ছোট ভাই শওকত আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আলম চুন্নু, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুরুজ আলী মুন্সী, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরহুম আব্দুল আজিজ সরদারের ছেলে সেলিম সরদার, পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্নাহ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খান, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফরিদ সরদার, পাংশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, জেলা ছাত্রদলের অন্যতম নেতা সজীব রাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে