রবিবার ২৬ অক্টোবর ২০২৫
সীমান্তে এক লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ পিএম
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ এর উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মিয়ানমার থেকে দুইজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধানখেত তল্লাশি করে একটি সাদা পলিব্যাগের ভেতর নীল রঙের ১০টি বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে রাতভর ঐ এলাকায় বিজিবির সদস্যরা তল্লাশি ও চিরুনি অভিযান চালালেও পাচারকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা
ডিমলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নানী ও নবজাতক নাতনীর মর্মান্তিক মৃত্যু
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রূপালী বাংলাদেশের জিএম ইমন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় মানহানির মামলা দিলেন শওকত হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আবার হুঁইসেল বাজিয়ে দাপিয়ে বেড়াবে শতবর্ষী কমলা রকেট
গৌরনদীতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, এটা কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন’
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন
ইবির বায়োটেকনোলজি বিভাগের রজতজয়ন্তী উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft