রবিবার ২৬ অক্টোবর ২০২৫
নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু
নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া)
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০২ পিএম
বগুড়ার নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। অল্প সময়েই ঘরে তোলা যায় আগাম জাতের আমন ধান। এই কারণে আগাম জাতের আমন ধান চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমন ধান কাটা-মাড়ায়ের পর একই জমিতে রবিশস্য চাষাবাদ করা হয়। নন্দীগ্রাম উপজেলার কৃষকরা বিভিন্ন রবিশস্য চাষাবাদ করেও লাভবান হয়ে থাকে। নন্দীগ্রাম উপজেলার ঢাকইর, নামুইট ও বদলাশনসহ বিভিন্ন এলাকায় এখন মাঠজুড়ে দেখা যায় পাকা ধানের সোনালির সমারোহ। যতদূর চোখ যায়, ততদূর পর্যন্ত দেখা যায় পাকা ধানের ঝলমলে ধানের শীষ। কৃষক ও শ্রমজীবী মানুষেরা এখন ধান কাটা-মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৫৩০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর চেয়েও বেশি জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের কৃষকরা বিভিন্ন জাতের আমন ধান চাষাবাদ করেছে। এসব ধানের ফলনও ভালো হয়েছে। কৃষকরা বলছেন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এই বছরও আমন ধানের বাম্পার ফলন পাওয়া যাচ্ছে। 

ঢাকইর গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, আমি আট বিঘা জমিতে মিনিকেট ও ব্রিধান-৭৫ জাতের ধান চাষ করেছি। ধানের ফলন ভালো হয়েছে। ব্রিধান-৭৫ প্রতি মণ ধান ১২২০ টাকা দরে বিক্রি করেছি। তবে মিনিকেট ধানের দাম আরো বেশি কিন্তু আমি বিক্রি করিনি। 

রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, আমাদের এলাকায় আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এ কারণে কৃষক পরিবারের ব্যস্ততা বেড়েছে। আসছে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে নতুন ধানের চাল দিয়ে ক্ষীর-পায়েস, পিঠা-পুলিসহ নানা রকম খাবার তৈরি করে অতিথি আপ্যায়ন করা হয়। বাঙালির রীতি অনুযায়ী বঙ্গাব্দের পহেলা অগ্রহায়ণ থেকে নবান্ন উৎসব শুরু হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, ইতোমধ্যেই আগাম জাতের আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন পর পুরোদমে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হবে। এই উপজেলার কৃষকরা এবারো আমন ধানের ভালো ফলন পাচ্ছে। আমন ধান বিক্রি করে কৃষকরা অনেক লাভবান হবে। এখন কৃষকরা ধান কাটা-মাড়াইয়ের পাশাপাশি রবি মৌসুমে রবিশস্য উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা
ডিমলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নানী ও নবজাতক নাতনীর মর্মান্তিক মৃত্যু
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রূপালী বাংলাদেশের জিএম ইমন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় মানহানির মামলা দিলেন শওকত হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আবার হুঁইসেল বাজিয়ে দাপিয়ে বেড়াবে শতবর্ষী কমলা রকেট
গৌরনদীতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, এটা কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন’
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft