প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

নিখোঁজের ১৭ ঘন্টা পর রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের মরদেহ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শাহীনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মরদেহ উদ্ধারের পর উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্কুলের সহপাঠী, এলাকার সর্বস্তরের জনগণ ও আত্নীয় স্বজনদের মাঝে শোকাভিভূত অবস্থা লক্ষ্য করা যায়।
জানা যায়, ফরহাদ গতকাল ৩টার দিকে বাবার সঙ্গে শখ বড়শি দিয়ে রেজুখালে মাছ ধরতে যায়। সেখানে অসাবধানতার বশত খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘গতকাল ৩টার দিকে আমাদের কাছে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। সন্ধান না পেয়ে আমাদের চট্টগ্রাম কন্ট্রোলের ডুবুরি দলকে খবর দিই। তারা আজ সকালে রেজুখালের ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। আমাদের বার্তা হচ্ছে, সাঁতার না জানলে কেউ খাল বা সাগরে নামবেন নাহ। যে কোনো দুর্যোগে সবসময় উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আপনাদের সাথে রয়েছে।’
আজকালের খবর/ওআর