প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে আলোচনা সভা ও ছাতা বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের টেংকের পার মাঠে সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব বলেন, সবচেয়ে কঠিন অবস্থায় আছে বুদ্ধি প্রতিবন্ধীরা। তারা নানান সমস্যায় ভুগছে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীদের সংখ্যা সমাজে বাড়ছে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যে কোনো সহযোগিতায় তাদের পাশে থাকব।
এই আয়োজনের জন্য সৈয়দ তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ তৈমুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে ২ শত প্রতিবন্ধীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
আজকালের খবর/ওআর