প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল শেরেবাংলা নগর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ক্যাম্পে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও দাঁতের চিকিৎসা দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয়েছে ফ্রি ওষুধ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের শেরেবাংলা নগর থানা কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি সকাল ৯টা থেকে শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরের সাবেক বিএনপি নেতা ও শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর অ্যাড. আফতাব উদ্দিন জসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের জন্য যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে ২৬ নম্বর দফায় স্বাস্থ্য সেবার বিষয়টি রয়েছে। সেই দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে শেরেবাংলা নগর থানা জাতীয়তাবাদী মোটর চালক দল।
তিনি বলেন, তারেক রহমানের লক্ষ্য বাস্তয়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল শেরেবাংলা নগর থানার সভাপতি বেনু সূত্রধরের সভাপতিত্বে ও সিনিয়র সভাপতি এখলাছ মিয়া তালুকদারের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মোটর চালক দলের সাধারণ সম্পাদক শিপন বকাউল, বিএনপি নেতা সৈয়দ নুরুল ওহাব দিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরেবাংলা নগর থানার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ জামাল বাবু, জাতীয়তাবাদী মোটর চালক দলের সহ-প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির লিখন, লায়ন মো. জালাল উদ্দিন, মোটর চালক দল শেরেবাংলা নগর থানার সাধারণ সম্পাদক মো, জাকির হোসেন জামালসহ শেরেবাংলা নগর থানা বিএনপির সিনয়র নেতৃবৃন্দ।
চিকিৎসা ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
আজকালের খবর/বিএস