প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:২৫ এএম

গাজীপুর-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহবায়ক আলহাজ্ব হান্নান মিয়া হান্নু বলেছেন, আমি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। শাসকগোষ্ঠীর সময়ে নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি, কিন্তু রাজপথ ছাড়িনি। দলের কর্মীদের পাশে থেকেছি, কখনো আপোষ করিনি।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের পোড়াবাড়ি বাজারে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আবেগঘন কণ্ঠে হান্নান মিয়া হান্নু বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আমি বকশিবাজার পর্যন্ত গিয়েছি তার পাশে দাঁড়াতে। তারেক রহমানের ওপর নির্যাতনের সময়ও হাসপাতালে গিয়ে পাশে থেকেছি। আমি শহীদ জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়া সৈনিক, রাজপথের পরীক্ষিত কর্মী।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করলেই দেশে গণতন্ত্র ফিরবে। আমি এসেছি পোড়াবাড়ির মানুষকে এই কর্মসূচির কথা জানাতে, ধানের শীষে ভোট চাইতে।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের প্রসঙ্গে তিনি জানান, আমার নামে শত শত মামলা হয়েছে। কিন্তু জনগণই আমার শক্তি। আমি অন্যায় করিনি, মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি।
বক্তারা হান্নান মিয়াকে গাজীপুরের রাজপথের ত্যাগী ও পরীক্ষিত বিএনপির সৈনিক হিসেবে আখ্যায়িত করে বলেন, তার নেতৃত্বে বিএনপি আরও সংগঠিত হবে, আমরা তাকে গাজীপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই ।
উঠান বৈঠকে গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে মহানগর ও থানা বিএনপি, যুবদল, তাঁতী দল ও কৃষক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। শেষাংশে হান্নান মিয়া আহ্বান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি-সবাই ধানের শীষে ভোট দিন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।