রবিবার ২৬ অক্টোবর ২০২৫
সাভারে দিয়ামনি ই কমিউনিকশনের ফ্রি ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’
সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম
সাভারে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্হাপনায় ফ্রি ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত ও মতবিনিময় সভা এবং ওয়ার্কশপে অংশগ্রহনকারীদের সংগঠনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করেছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার লক্ষ্যে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিও, সংগঠন, ফাউন্ডেশনগুলোর গতানুগতিক কর্মকাণ্ড থেকে বেড়িয়ে এসে কাজ করছে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। এর প্রেক্ষিতে সংগঠনটি নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের জন্য নিয়ে এসেছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্প।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাভার কিডস্ ইউনিভার্সিটি এবং ফেয়ার আঞ্জুমান স্কুল থানা রোডে ফ্রি ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ কার্যক্রম এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেছে দিয়ামনি ই কমিউনিকেশন ও পগ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।    
 
উক্ত অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেন- দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ। এ সময় সাভারসহ আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন উদ্যোক্তাকে ট্রেনিং করানো হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

এ সময় সংগঠনের চেয়ারম্যান জানায়, দেশে অনেক শিক্ষিত তরুণ মেধাবী রয়েছে। দেশে চাহিদার তুলনায় কর্মক্ষেত্র কম থাকায় নিজে কিছু করতে চাওয়া শিক্ষিতের সংখ্যা বেশি। কিংবা অনেকে নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চায়, নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চায়। তবে তারা কিভাবে ব্যবসা শুরু করবে সঠিক দিকনির্দেশনা তথ্য পরামর্শ কিংবা প্রশিক্ষণের অভাবে উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না। অন্য দিকে কেউ কেউ প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেও সঠিক দিকনির্দেশনা ব্যবসার পরিকল্পনা, ব্যবসা পরিসরের পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকায় তারা বিশ্বের সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ছে। তাদের মত তরুণ মেধাবী উদ্যোক্তাদের জন্যই পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন নিয়ে এসেছে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’। 

ওয়ার্কশপ প্রসঙ্গে তিনি আরো জানান, এ প্রশিক্ষণটির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। আমাদের এ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলা। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকাসহ ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন করবো। এছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সাভার ফেয়ার আঞ্জুমান স্কুলের প্রিন্সিপাল মো: আব্দুল হাকিম, সাভার কিডস ইউনিভার্সিটির প্রিন্সিপাল মো: শহিদুর রহমান,সাভারের মডারেটর মুক্তা খন্দকার ও শাম্মী আক্তার।অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সঞ্চালনায় ছিলেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা
আব্দুল আজিজ সরদার হত্যায় ২৩তমমৃত্যুবার্ষিকী পালিত
৩১ দফা বাস্তবায়নেই গণতন্ত্র ফিরবে: পোড়াবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন হান্নু
পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজধানীতে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ও তাদের পরিবারের সঙ্গে আলাপ ও ছাতা বিতরণ
আপনারা হক কথা বলতে পিছপা হবেন না: সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম
আইনের প্রতি সেনাবাহিনীর অভাবনীয় শ্রদ্ধা
রাজধানীর পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft