রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ তলায় আগুনের সুত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, তারা রাত ১০ টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ টা ২৭ মিনিটে মিরপুর ১১ এর অন্তর্গত কালশী রোডের ওই ভবনের সামনে পৌছেন।
ফায়ার সার্ভিস আরো জানায়, ঘটনাস্থলে পৌছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কিছুক্ষণের মধ্যে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছাবে।
তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজকালের খবর/ এমকে