প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৫ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে।
এনসিপির প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে—দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, এর আইনি ভিত্তিসহ সনদের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সেদিন সকালে দলটি তিনটি শর্তের কথা বলেছিল।
শর্তগুলো ছিল—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে; গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কোনো কার্যকারিতা থাকবে না; এবং গণভোটের রায় অনুযায়ী, আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে।
এরই মধ্যে গত বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের প্রতিনিধিদল। সেখানে প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান। সেই সাক্ষাতে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি তারা দাবি জানায় যে, জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে।
এনসিপির নীতিনির্ধারকেরা আশা করছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সরকারের সিদ্ধান্তে তাদের শর্তের প্রতিফলন থাকবে। তারা মনে করছেন, শর্ত পূরণ হলে ৩১ অক্টোবরের আগেই তারা সনদে স্বাক্ষর করবেন এবং এরপর দলের নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে।
আজকালের খবর/বিএস