শনিবার ২৫ অক্টোবর ২০২৫
টেকনাফে অপহরণ ও পাচারের ফাঁদে আটকে থাকা ৪৪ নারী-শিশু উদ্ধার
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম
কক্সবাজারের টেকনাফে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অনেকে পাড়ি দিতে চাই স্বপ্নের মালয়েশিয়ায়। যেখানে আরাম-আয়েশি জীবনযাপন আর স্বজনদের কাছে পেতে বর্তমানে তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে হয়ে দাঁড়িয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা সক্রিয় হয়ে উঠেছে উখিয়া-টেকনাফে। 

জানা যায়, রোহিঙ্গাসহ স্থানীয়দের নানা প্রলোভন দেখিয়ে অবৈধপথে মালয়েশিয়া নিয়ে যাবার নামে নানা অপরাধ সংগঠিত করে আসছে এসব অপহরণ চক্র।

সাগরপথে কোস্টগার্ডসহ নানা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও থেমে নেই দালালদের দৌরাত্ম। সর্বশেষ শুক্রবার ভোরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফ বাহারছড়া পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি রাখা ৪৪ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, মালয়েশিয়া থাকা স্বজনদের কাছে যেতেই দালালের খপ্পরে পড়েছিল।পরে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হয়।
 
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোয়েন্দা থেকে পাওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালায় ৪৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে, তারা মূলত মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের আশায় রোহিঙ্গাদের ফাঁদে ফেলেছিল সংঘবদ্ধ মানব পাচার চক্র। চক্রের এমন সদস্যদের নির্মূলের কথাও বলছে কোস্টগার্ড।

উল্লেখ্য, সাগরপথে অবৈধভাবে একের পর এক এমন ঘটনায় অনেক মানুষ নিঃস্ব যেমন হচ্ছে তেমনি আহাজারি বাড়ছে সকলের মাঝে। তাই এই চক্রের সদস্যরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর দেয়ার আহ্বান সচেতন মহলের।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণে
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
আপনারা হক কথা বলতে পিছপা হবেন না: সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম
আইনের প্রতি সেনাবাহিনীর অভাবনীয় শ্রদ্ধা
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি
কেষ্ঠ বাবুর পাঠশালা
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft