প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:২১ পিএম

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রথমবারের মতো বরগুনার বামনায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজ শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বামনা উপজেলা জাতীয়তাবাদী তরুণ প্রজন্মের আয়োজনে এ টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত ৩ অক্টোবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি। আজ ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সি. সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফ। এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাটি শুরু হওয়ার আগে স্বাগত বক্তব্যে অতিথি দ্বয় বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। দেশের যুবকদের জন্য তিনি স্বপ্ন দেখতেন। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য তিনি ফুটবল ও ক্রিকেটের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতেন। তার অসমাপ্ত স্বপ্ন পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ছিল মির্জাগঞ্জ একাদশ ও আমুয়া একাদশ। আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ একাদশ ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী একাদশ।
প্রসঙ্গত, উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় গুলিসাখালী একাদশ ১ ও মির্জাগঞ্জ একাদশ ১ গোল করায় খেলা গাড়ায় ট্রাইব্যাকারে। এরপর মির্জাগঞ্জ একাদশ ২ ও গুলিসাখালী একাদশ ৩ গোল করতে সক্ষম হন।
আজকালের খবর/ওআর