শনিবার ২৫ অক্টোবর ২০২৫
গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
কাজী রনি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:১৬ পিএম
বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসী নাঈম হাওলাদারের স্ত্রী দিনা বেগম (২৫) কে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার। 

এমনটাই জানিয়েছে ভুক্তভোগী নারী। তিনি জানান, বৃহস্পিতবার (২৩ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার সময় ভুক্তভোগী ওই নারী ও তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা ধরে যাচ্ছিলেন ওই নারী। হঠাৎ করে অভিযুক্ত এনাম তালুকদার তার গতিরোধ করে টানাহেঁচড়া করায় ওই নারী বাঁধা প্রদান করলে তাকে চড়থাপ্পড় দেয় এনাম তালুকদার। এছাড়াও তার গলায় পরিহিত স্বর্নের চেন, কানের দুল ও তার ব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত এনাম তালুকদার ও তার সহযোগীরা। 

পাশাপাশি ভুক্তভোগীর মা খাঞ্জাপুর গ্রামের হাবিব ফকিরের স্ত্রী সালমা বেগম তার মেয়ের সঙ্গে ঘটা বর্বোরচিত হামলার বিচারের জোর দাবি জানিয়ে আইনগত সহযোগিতা প্রত্যাশা করেন।

অপরদিকে, অভিযুক্ত এনাম তালুকদার বলেন, বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রোনদীত। আমাকে সামাজিক, মানসিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

বরিশাল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণে
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
আপনারা হক কথা বলতে পিছপা হবেন না: সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম
আইনের প্রতি সেনাবাহিনীর অভাবনীয় শ্রদ্ধা
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি
কেষ্ঠ বাবুর পাঠশালা
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft