প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকার একটি অংশে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করছে। এছাড়াও ঘটনাস্থলে যাচ্ছে আরও বেশ কয়েকটি ইউনিট।
আজ শনিবার দুপুরে বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করছে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।
আজকালের খবর/ওআর