শনিবার ১৮ অক্টোবর ২০২৫
মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:২২ এএম
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে এখনো ১৩ জনের খোঁজ পাওয়ানি। 

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরে রাসায়নিকের ওই গুদামে আগুন লাগে। মুহূর্তেই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে—এমনটা বলা যাবে না। যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে, যাতে আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করা যায়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি
খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন ডা. জাহিদ
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও ৪ বাম দল
জুলাই সনদে অংশ না নেওয়া ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস
রাজনৈতিক কৌতুহলী সংলাপে প্রকাশ্যে ‘দেলুপি’র টিজার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
শুক্রবার স্বাক্ষর হচ্ছে ৮৪ দফার জুলাই সনদ, থাকছে যা যা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft